
স্টাফ রিপোর্টার : গত ১৬ অক্টোবর সারাদেশে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে উপজেলায় ৯৪.৪৪ শতাংশ পাশের হার ও সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে পূর্বাচল আদর্শ কলেজ প্রথম হয়েছে। পূর্বাচ আদর্শ কলেজে ১৮০ জন শিক্ষার্থী এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ১৭০ জন। জিপিএ-৫ পায় ৫ জন।
এদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে হাজ্বী মোহাম্মদ এখলাছ উদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয়। কলেজটিতে পাশের হার ৯৪.১২ শতাংশ। মোট ১৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৬ জন উত্তীর্ণ হয়। জিপিএ-৫ পায় ১ জন।
বৃহস্পতিবার সকাল দশটায় সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। রূপগঞ্জ উপজেলায় এ বছর পাশের হার ৪৪.৪১ শতাংশ। রূপগঞ্জ উপজেলায় মোট ১১ টি কলেজ থেকে মোট ২৬৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার মাঝে পাশ করে ১১৭৩ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পায় মাত্র ১৫ জন শিক্ষার্থী।

















