
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাওড়া মারকাজুল কোরআন আল-ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় সমাপনী পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ডিসেম্বর শনিবার উপজেলার নাওড়া মারকাজুল কোরআন আল-ইসলামীয়ী মাদ্রাসা ও এতিমখানায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নাওড়া মারকাজুল কোরআন আল-ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক দুলাল মিয়ার সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ:হালিম।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক গোলাম মাহমুদ মিন্টু, ভাটারা থানা বিএনপির যুগ্ন আহবায়ক আ: আজিজ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কবির হোসেন ইমন, ইউপি সদস্য জসিম উদ্দিন, রূপগঞ্জ থানা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কায়েতপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মাদ্রাসার কোষাদক্ষ আরিফুল ইসলামসহ আরো অনেকে।
এসময় শিক্ষার্থীদের মাঝে সমাপনী পরীক্ষার ফলাফল ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

















