
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামীলীগের দোসর তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মোশারফ হোসেনকে দায়িত্ব প্রদানের প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও রূপগঞ্জের সর্বস্তরের জনগণ ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাদুন এলাকায় তারাব পৌরসভার সামনে এই মানববন্ধন করেন তারা ।
এ সময় তারা বলেন, তারাব পৌরসভাতে আওয়ামীলীগের এক দোসর মোশারফ হোসেনকে তারাব পৌরসভার প্রদান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে । তার বিরুদ্ধে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী ও সর্ব স্তরের জনগণ মানববন্ধন করেছি যেন তার নিয়োগ বাতিল করা হয় । এবং আমাদের দাবি এখনও আওয়ামীলীগের সরকারি কর্মকর্তারা যারা এখনও আওয়ামীলীগকে টিকিয়ে রাখতে সাহায্য করছে তাদের দ্রুত সনাক্ত করে তাদের সব স্থান থেকে সরিয়ে নেয়া হোক ।

















