তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই  রূপগঞ্জে কৃষক সমাবেশ’

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 4718592;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 29;

নিজস্ব প্রতিবেদক:

কৃষিনির্ভর বাংলাদেশ এবং কৃষি রফতানি নির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমানের ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃষক সমাবেশের আয়োজন করেন জেলা কৃষক দলের সভাপতি ডাঃ শাহীন।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সারাদেশে কৃষক সমাবেশের অংশ হিসেবে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাও এলাকায় এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয় এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সদস্য সচিব রিফাত খান, ঢাকা বিভাগ কৃষকদলের সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান,কেন্দ্রীয় কৃষকদলের ক্ষুদ্র ও কুটির বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম,কেন্দ্রীয় কৃষকদলের সহ সাংগঠনিক আছিফ মোস্তফাসহ আরো অনেকে ।

এ  সময় বক্তারা বলেন, তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই সারাদেশে এই কৃষক সমাবেশ আয়োজন করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো তারেক রহমানও কৃষকদের কল্যাণে কৃষিনির্ভর বাংলাদেশ গড়বেন।

আরও বলেন, তারেক রহমান যদি দেশে থাকতেন, তাহলে তিনি নিজেই সশরীরে আপনাদের কাছে আসতেন এবং বক্তব্য রাখতেন। কিন্তু তার উদ্যোগেই আজ সারাদেশে কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কারণ তিনি মনে করেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’। তাই তিনি কৃষিনির্ভর বাংলাদেশ গড়তে চান। তিনি বলেন, পতিত শেখ হাসিনার সরকারের আমলে দেশে কৃষকের কোনো মূল্য ছিল না। তারা তাদের কষ্টার্জিত ফসলের মূল্য পায়নি। বরং দেশের দুই তৃতীয়াংশ খেটে খাওয়া মানুষকে বিনা কারণে জেলে যেতে হয়েছে। পুলিশ ও আদালতে টাকা খরচ করতে করতে নিঃস্ব হতে হয়েছে।

সমাবেশ থেকে আগামী নির্বাচনে দেশকে রক্ষা করতে ধানের শীষের বিজয় নিশ্চিতের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়।