
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা হোসেন আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বীর মুক্তিযোদ্ধা হোসেন আলীকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন (গার্ড অব অনার) প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জাতির শ্রেষ্ঠ সন্তান এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রূপগঞ্জ উপজেলা প্রশাসন গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।
এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) (পূর্বাচল রাজস্ব সার্কেল) ফরিদ-আল-সোহানসহ প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ। দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।