খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ম্যাক্স সোয়েটার কারখানায় দোয়া

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ম্যাক্স সোয়েটার বিডির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাব ম্যাক্স সোয়েটার কারখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য  ও ম্যাক্স সোয়েটার কারখানার মালিক কাজী মনিরুজ্জামান মনির।

এসময় কাজী মনিরুজ্জামান মনির বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সবাই দোয়া করবেন। বাংলাদেশের পোশাক শিল্পকে এগিয়ে নিতে বেগম খালেদা জিয়া অনেক বড় ভূমিকা রেখেছেন।