
স্টাফ রিপোর্টার : তারাব-ডেমরা সেতুতে সংস্কার কাজ চলার কারণে আজ ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তারাব-ডেমরা সেতু বন্ধ রাখা হয়েছে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম সাক্ষ্যরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জ সড়ক বিভাগের অধীনে থাকা তারাব-ডেমরা সেতুর এক্সপেনশন জয়েন্টের জরুরী মেরামত কাজ করা হবে। এসময় যানবাহন ও সাধারণ মানুষকে বিকল্প হিসেবে কাচঁপুর ডেমরা সেতু ও মুড়াপাড়া সেতু ব্যবহার করতে বলা হয়েছে।

















