রূপগঞ্জে শবনম ওয়েল মিলে ভয়াবহ অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শবনম ওয়েল মিলস নামে একটি তেল কারখানার রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার ভোরে উপজেলার তারাব পৌরসভার তারাব এলাকায় এ অগ্নিকান্ডের ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, শবনম ওয়েল মিলস কারখানাতে প্রায় ৩ শতাধিক শ্রমিক কাজ করে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে কারখানার তেলের প্লান্টের রিফাইনারিতে হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস, কাচঁপুর ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ জোন মিলিয়ে ৫ ইউনিট দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে আগুনে কারখানার মেশিনাজি ও আসবাবপত্র পুড়ে চাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ৩’শ মেট্রিকটনের ওয়েল রিফানারিতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের র ঘটনা ঘটতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায় নি। পরিস্থিতি স্বাভাবিক আছে।