
স্টাফ রিপোর্টার : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিপর্যয়ের জানাতে নবকিশালয় স্কুল এন্ড কলেজকে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চত করেছেন
নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান।
গত ১৬ অক্টোবর সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
গত ১৬ অক্টোবর সারাদেশে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
রূপগঞ্জের নবকিশালয় গার্লস স্কুল এন্ড কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি। এই কলেজ থেকে ২৬ জন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৬ জনই অকৃতকার্য হয়।
এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রূপগঞ্জ ও বন্দর উপজেলার তিনটি কলেজ থেকে কেউ পাস করতে পারেনি; যা অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের মাঝে উৎকণ্ঠান জন্ম দিয়েছে।
এর মধ্যে শতভাগ অকৃতকার্য তিনটির বাইরে আরও ২০টি প্রতিষ্ঠানের প্রধানের কাছে ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চেয়ে চিঠিও দেওয়ার কথা বলেছেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান

















