
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার টানমুশুরি এলাকায় সফুরা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নারায়গঞ্জ-১ রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, উপজেলা বিএনপির সহ সভাপতি আলমগীর হোসেন টিটুসহ অনেকে।
সভায় আগামী নির্বাচনে সকলকে সাথে নিয়ে সুসংগঠিতভাবে কিভাবে ধানের শীষকে নির্বাচিত করা যায় সে ব্যাপারে সকলের মতামত নেয়া হয়।
সভায় বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত দেশকে গড়তে চাই। এদেশে হিন্দু মুসলিম কোন ভেদাভেদ নাই। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা সব সময় আমাদের সাথে ছিলেন, সব সময় থাকবেন।
তিনি আরো বলেন, রূপগঞ্জে বিএনপিতে কোন মতবিরোধ ছিলনা, আমরা সবাই এক। আমি সবার কাদে কাদ মিলিয়ে আধুনিক রূপের রূপগঞ্জ গড়ে তুলতে চাই। যাতে সস্তানেরা ঠিকমত নির্ভয়ে স্কুলে যেতে পারেন। এমনকি রূপগঞ্জে কোন মাদক থাকবেনা, মাদক নির্মুল করে রূপগঞ্জ একটি স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবো।

















